জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার
একটি আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে
নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “স্বাধীনতাবিরোধী পাকিস্তানপন্থি মৌলবাদী
সাম্প্রদায়িক অপশক্তি ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া
বন্ধ করে দিয়ে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ধর্মের নামে রাজনীতি যেমন চালু করেছে, একইভাবে
মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে ফেলে বাংলাদেশকে পাকিস্তান বানাবার চক্রান্ত করেছে,
যা এখনও অব্যাহত আছে।
“সামাজিক
যোগাযোগ মাধ্যমসহ রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থানকারী পাকিস্তানপ্রেমী ধর্ম
ব্যবসায়ী, মৌলবাদী সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা না হলে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন
ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশ মোল্লা উমরের আফগানিস্তানে পরিণত হবে।”
‘সামাজিক
যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক এই ওয়েবিনারে প্রধান অতিথি
ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মুস্তাফা জব্বার। সভাপতিত্ব করেন বিচারপতি এ এইচ
এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
সাম্প্রদায়িকতাবিরোধী এক কর্মসূচি (ফাইল ছবি)
ডাক
ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তাফা জব্বার বলেন, “আমাদের একটি সংঘবদ্ধ যুদ্ধ প্রয়োজন।
আমি সাইবার যুদ্ধের কথা বলছি। অনেকে কল্পনা করতে পারবে না যে, অনলাইনে স্বাধীনতাবিরোধী
শক্তি কতটা সক্রিয়। তারা যে ধরনের অপপ্রচার করছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।
“যেহেতু
ফেইসবুক আমেরিকার, তাই অভিযোগ করে খুব বেশি লাভ হয় না। বড় জোড় ১০ পারসেন্ট ক্ষেত্রে
আমরা ফিডব্যাক পাই। তাই অনলাইনে স্বাধীনতাবিরোধীদের যে অপপ্রচার, সেটি রাজনৈতিকভাবে
মোকাবেলা করতে হবে। সুচিন্তিত মতামত তৈরি করে, তথ্যবহুল আলোচনা দ্বারা তাদেরকে মোকাবেলা
করতে হবে।”
বিচারপতি
শামসুদ্দিন চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী এবং
তাদের সহযোগীদের ধর্মের নামে রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”
আলোচনায়
অংশগ্রহণ করেন নির্মূল কমিটির সহ সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ডাকসুর সাবেক
জিএস মাহবুব জামান, নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, নির্মূল কমিটির আইটি
সেলের সভাপতি শহীদ সন্তান আসিফ মুনীর তন্ময়, জাগরণ’র যুগ্ম সম্পাদক সুইডেনপ্রবাসী লেখক-সাংবাদিক
সাব্বির খান, সুইজারল্যান্ডের অনলাইন অ্যাক্টিভিস্ট ও মুক্তিযুদ্ধবিষয়ক ব্লগার অমি
রহমান পিয়াল, সর্ব ইউরোপীয় নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আনসার আহমদ উল্ল্যাহ।