ক্যাটাগরি

করোনাভাইরাস: কুদ্দুস বয়াতির ‘জাইনা চলেন, মাইনা চলেন’

প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচিয়ে চলতে সতর্ক হওয়ার জন্য গানে গানে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‘জাইনা চলেন, মাইনা চলেন’ শিরোনামে তার এই গান শুক্রবার নিজেদের ফেইসবুক পাতায় প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ভিডিও পরিবেশনায় ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পাশাপাশি হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলার কথা গানে গানে তুলে ধরেন এই শিল্পী।

’সবাই মাইনা চললে, করোনা থাকবে যে দূরে,’ গানে গানে আশ্বস্ত করেন কুদ্দুস বয়াতি।

গানটি প্রকাশ করে ব্র্যাক লিখেছে, “সুরে-গানে এবার হবে যুদ্ধ, আর লড়ব আমরা সবাই। জেনে চলি, মেনে চলি, করোনাকে হারাই।”