কোর্দোবায় ফাইনালে
যাওয়ার লড়াইটি হবে আগামী বুধবার।
লা লিগায় গত শনিবার
গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করেন আরাহো। এ
কারণে প্রতিপক্ষের মাঠে দলের ৪-০ গোলে জেতা ম্যাচে শেষ মুহূর্তে ছিটকে যান তিনি। তার
জায়গায় সুযোগ পান সামুয়েল উমতিতি।
কুমানের ২১ সদস্যের
দলে ফিরেছেন ক্লেমোঁ লংলে। নিষেধাজ্ঞার কারণে গ্রানাদার বিপক্ষে ছিলেন না এই ডিফেন্ডার।
দলে জায়গা ধরে রেখেছেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার ইলাইশ মোরিবা।
চোটের কারণে দলের
বাইরেই আছেন আনসু ফাতি, জেরার্দ পিকে, সের্হি রবের্তো ও ফিলিপে কৌতিনিয়ো।
গত মাসে লা লিগায়
ঘরের মাঠে সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা।