ক্যাটাগরি

শুরু হলো বেসিস আইসিটি অ্যাওয়ার্ডের চতুর্থ আসর

সোমবার অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিযোগীদের নিবন্ধন শুরুর ঘোষণা দেয় বেসিস।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেছেন, “আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করি।”

অ্যাওয়ার্ডস ২০২০ আসরের সহ-আহ্বায়ক রাশেদ কামাল বলেন, “প্রথম বছরের তুলনায় এ বছর প্রায় দশগুণ বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

বেসিস বলছে, এর আগে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০১৯ বিজয়ীরা অ্যাপিকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং তারা বাংলাদেশকে অ্যাপিকটায় অন্য উচ্চতায় নিয়ে গেছেন।

চ্যাম্পিয়ন পদক তালিকায় এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস -২০১৯ এ চীন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, ম্যাকাও, ব্রুনাইকেকে পেছনে ফেলে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ স্থান  অর্জন করেছে বাংলাদেশ। তিনটি শ্রেণিতে চ্যাম্পিয়ন এবং পাঁচটি মেরিট পুরস্কার সহ মোট আটটি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের প্রকল্পগুলো।

এ বছর আয়োজনটির সত্ত্বাধিকারী হিসেবে থাকছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।