ক্যাটাগরি

ট্রাম্পের নিষেধাজ্ঞা মোকাবেলায় নতুন আইন করল চীন

বিবিসি জানায়, এর আওতায় বিদেশি নিষেধাজ্ঞা মেনে চলা কোম্পানিগুলোকে সাজা দিতে পারবে চীনের আদালত।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে আইনটি সম্পর্কে জানিয়ে বলেছে, “বিদেশের অন্যায্য ও অন্যায় হস্তক্ষেপমূলক আইনের জবাব দিতে এই নতুন আইন করা হয়ছে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রায় পুরোটা সময় জুড়েই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বর্ণনা করে চীনা কোম্পানিগুলোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন।

তিনি ওইসব কোম্পানিকে সাজা দিয়েছেন যারা তার নিষেধাজ্ঞায় থাকা কোম্পানিগুলোতে কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহ করেছে।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত চীনের তিনটি বৃহৎ টেলিকম ফার্ম সম্প্রতি ট্রাম্পের নিষেধাজ্ঞার খাড়ায় পড়েছে।

চীনের সেনবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে অভিযোগ তুলে গত নভেম্বরে ট্রাম্প নির্বাহী আদেশে চীন মোবাইল, চীন টেলিকম এবং চীন উইনিকম হংকং নামের তিনটি কোম্পনির উপর নিষেধাজ্ঞা জারি করেন।

বিবিসি জানায়, সোমবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে সোমবার থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ওই তিন কোম্পানির শেয়ার তালিকাচ্যুত হয়ে যাবে।

এছাড়া, ট্রাম্প গত মাসে আটটি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেন। যেগুলোর মধ্যে জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম আলিপে এবং উইচ্যাট পে রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, এ ধরনের প্রযুক্তি কোম্পানি চীন সরকারকে তাদের গ্রাহকদের সম্পর্কে তথ্য দেয়। কোম্পানি কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

চীনের নতুন আইনটি অবিলম্বেই কার্যকর হয়েছে। চীন এই আইনের ক্ষেত্রে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেনি।

তাছাড়া, কীভাবে আইনটি প্রয়োগ করা হবে তাও পরিষ্কার করে বলা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।