রোববার বাংলাদেশ সময় বেলা ২টা এবং আমেরিকার সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা জ্যামাইকার এ বাসিন্দা মারা যান বলে জানিয়েছেন তার ভাই।
মৃত আব্দুল খালেক যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কানাইরালী গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
মৃতের ভাই ঝিকরগাছার শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম রেজা আক্কাস বলেন, “ভাইয়ের সাথে আমার ২৭ মার্চ রাতে কথা হয়েছিল।
“তিনি বলেছিলেন, ‘আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের এবং মৃতের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি ভীষণ ভয় পাচ্ছি। তোরা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করিস।”
এ নিয়ে দুশ্চিন্তায় থাকার দুইদিনে মধ্যে ভাইয়ের মৃত্যুর খবর পেলেন তিনি।
আব্দুল খালেকের স্ত্রী শামীম আরাকে উদ্ধৃত করে শামীম রেজা আরো জানান, তার ভাইয়ের পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
‘আতঙ্কিত হয়ে’ হৃদরোগে আক্রান্ত হয়ে ৪০ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো আব্দুল খালেক মারা গেছেন তার স্ত্রীও মনে করছেন।
মৃত আব্দুল খালেকের স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।
বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত দুই হাজার দুইশ একজন মারা গেছে এবং আক্রান্তর সংখ্যা সোয়া লাখ ছাড়িয়েছে।