ক্যাটাগরি

টেলিভিশন প্রাইম-টাইমে সচেতনতামূলক পিএসএ প্রচারের নির্দেশনা

সচেতনতামূলক পিএসএ-র একটি দৃশ্য।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সরকারি ও বেসরকারি গণমাধ্যমসমূহে প্রাইম-টাইমে জনসচেতনতামূলক বার্তা প্রচারের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা সম্পর্কে জানানো হয়।

চিঠিতে জানানো হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ রোধে দেশব্যাপী সচেতনতামূলক বার্তা প্রচার করে আসছে। সেই প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবেই প্রস্তুতকৃত একটি পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট (পিএসএ) জনস্বার্থে দেশের সরকারি ও বেসরকারি গণমাধ্যমসমূহে প্রাইম-টাইমে প্রচারের অনুরোধ করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি