শুক্রবার সকালে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে এই
মেয়ে শিশুটি চুরি হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
এই শিশুর বাবা গোপাল দাস রনি এবং মা কমলি রবি দাস। তাদের
বাড়ি নগরের রাজপাড়া থানার আইডি বাগান পাড়া এলাকায়। রবি হাসপাতাল এলাকায় মুচির কাজ করেন।
হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সকাল ৯টার
দিকে শিশুটিকে রেখে খাবার নেওয়ার জন্য ওয়ার্ডের বাইরে গিয়েছিলেন তার মা। এসে শিশুটি
আর পাননি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানালে হাসপাতালে তল্লাশি করা হয়।
“কিন্তু এর আগে কেউ শিশুটিকে নিয়ে বের হয়ে গেছে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে তালাইমারি এলাকার এক নারী শিশুটিকে চুরি করেছে।”
রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, হাসপাতালের
সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধারে
অভিযান চলছে।