শুক্রবার দুপুরে কালাই উপজেলার মাদারপুর গ্রামের
একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়।
নিহত রিপন হোসেন (১৬) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার
মাঝিয়াস্থল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এলকাবাসীর উদ্ধৃতি দিয়ে কালাই থানার ওসি সেলিম মালিক
জানান, রিপন ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা বাজারের একটি অটোরিকশা গ্যরেজে শ্রমিকের
কাজ করত। বৃহস্পতিবার রাতে রিপন বাড়ি থেকে খাবার খেয়ে গ্যারেজে যান এবং সেখান থেকে
একটি অটোরিকশা নিয়ে বের হন। রাতে আর গ্যারেজে ফিরেননি।
“শুক্রবার দুপুরে কৃষকরা স্থানীয় আলু ক্ষেতে তার
মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়।”
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট
জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।
ওসি আরও বলেন, কোনো ছিনতাইকারী চক্র আরোহী সেজে অটোরিকশাসহ
রিপনকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাস রোধ করে হত্যার পর মৃতদেহটি
সেখানে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।