ক্যাটাগরি

কুড়িগ্রামে সরকারি কর্মকর্তার ‘মিথ্যা মামলা’র প্রতিবাদ

তাছাড়া তারা বিক্ষোভ মিছিল
করার পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার সকাল-সন্ধ্যা তারা এই
কর্মসূচি পালন করেন।

রাজারহাট চাল ব্যবসায়ী সমিতির
সভাপতি মো. রহমত উল্লাহ বলেন, “চাল ব্যবসায়ীদের কাছে ভারত থেকে আমদানি করা চালের
প্লাস্টিকের বস্তা ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত বুধবার তিনজনকে জরিমানা করে।
তাছাড়া তাদের বিরুদ্ধে মামলা করা হয়।”

এ কারণে তারা এই প্রতিবাদ
কর্মসূচির আয়োজন করেন বলে তিনি জানান।

রাজারহাট উপজেলা সদর বণিক
সমিতির সভাপতি আমজাদ হোসেন বলেন, “কিছু উৎসুক মানুষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার
সময় অশ্লীল ভাষায় গালাগাল করেছে। এজন্য রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান ও অপরাধীরাসহ
২০ জন ব্যবসায়ী ইউএনওর কার্যালয়ে গিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। তবু তাদের
বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।”

মামলা করার কথা স্বীকার করেছেন
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ নূরে তাসনিম।

তিনি বলেন, “ভ্রাম্যমাণ আদালত
পরিচালনার সময় ব্যবসায়ীরা বাধা দিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করেন। সে কারণে
কুড়িগ্রাম পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা মোসাম্মৎ রওশন আরা বেগম বাদী হয়ে সরকারি
কাজে বাধা দেওয়ার অভিযোগে এই মামলা করেন।”

প্রত্যেককে এক হাজার টাকা করে
এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি রাজু সরকার।