ক্যাটাগরি

শেষ ষোলোয় ভাইয়েকানোকে পেল বার্সা

প্রতিযোগিতার শেষ
বত্রিশে গত বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে তৃতীয় সারির দল স্বাগতিক কোরনিয়াকে
২-০ গোলে হারিয়েছিল কাতালান দলটি।

শেষ বত্রিশ থেকে
রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়া তৃতীয় সারির দল আলকোইয়ানো শেষ ষোলোয় লড়বে আথলেতিক
বিলবাওয়ের বিপক্ষে। গত রোববার বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে কোপা দেল
রের গত আসরের ফাইনালিস্ট বিলবাও।

করোনাভাইরাসের কারণে
স্থগিত হয়ে থাকা গত আসরের ফাইনালে বিলবাওয়ের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এবার শেষ ষোলোয়
তারা লড়বে লা লিগার আরেক দল স্বাগতিক রিয়াল বেতিসের বিপক্ষে।

সেভিয়ার মাঠে খেলবে
ভালেন্সিয়া। ভিয়ারিয়ালকে আতিথেয়তা দেবে জিরোনা। লেভান্তের বিপক্ষে খেলবে ভাইয়াদলিদ।

এক লেগের ম্যাচগুলো
হবে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার।