শুক্রবার
সকাল ৭টার দিকে ভারতের ১৫৯ বিএসএফের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছে বলে
বিজিবি জানিয়েছে।
মোশাররফ
হোসেন (৩৫) নামের ওই যুবক নওগাঁর পোরশা উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের নুরুন্নবীর
ছেলে।
বিজিবি
মোশারফ হোসেনকে আটকের প্রতিবাদ জানিয়ে তাকে ফেরত দেওয়ার আহবান জানিয়ে বিএসএফের কাছে
চিঠি দিয়েছে।
নওগাঁ
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বলেন, শুক্রবার সকালে সাপাহার
উপজেলার আদাতলা বিওপির ২৩১/এস পিলারের পাশ দিয়ে গরু নিয়ে আসার উদ্দেশ্যে ভারতে
প্রবেশ করে মোশাররফ।
“এক
পর্যায়ে বিএসএফ ১৫৯ নম্বর ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের দায়িত্বরত জোয়ানরা
তাকে আটক করে। পরে তাকে বিএসএফের কেদারীপাড়া ক্যাম্পে নিয়ে যায় তারা।”
তিনি
আরও বলেন, আটক মোশাররফ হোসেনকে ফেরত নিয়ে আসার জন্য বিজিবির তরফ থেকে বিএসএফকে চিঠি
প্রদানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।