নিহত সাফিয়া বেগম (৭০)
উপজেলার জাঙ্গীর
গ্রামের শাহ্জালাল ভুঁইয়ার স্ত্রী।
বাড়িতে শুক্রবার বেলা ১টার
দিকে তিনি খুন হন বলে রূপগঞ্জ থানার পরিদর্শক
(তদন্ত) এস
এম জসিম
উদ্দিন জানান।
তিনি বলেন, শাহ্জালাল দুপুরে নামাজ পড়তে মসজিদে গেলে
অজ্ঞাতপরিচয় তিন-চারজন সাফিয়ার ঘরে ঢুকে হামলা চালায়। তারা তার গলায়,
পেটে ও
বুকে উপর্যুপরি
ছুরিকাঘাত করে। গলার ও কানের
গয়না ছিনিয়ে
নেয়। ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে
হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা
করেন।
লোকজন আসার আগেই খুনি
পালিয়ে যায় জানিয়ে তিনি বলেন, ছেলেসন্তান
না থাকায়
সাফিয়ার সম্পত্তির
ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড ঘটতে
পারে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।
রূপগঞ্জ থানার ওসি
মহসিনুল কাদের
বলেন, মাদকাসক্ত
কিংবা ছিনতাইকারীরা
এ হত্যাকাণ্ড
ঘটাতে পারে। হত্যাকাণ্ডের ঘটনা অন্য
খাতে প্রবাহিত
করার জন্য
স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে কিনা
তা খতিয়ে
দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো
হয়েছে।