প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মোবাইলের নতুন নকশায় লেখা পড়া আরও সহজ হবে। এতে লেখাগুলো বড় ও মোটা করা হবে, যাতে মানুষের চোখ তা সহজে স্ক্যান করতে পারে এবং সার্চ ফলাফল বুঝতে সহজ হয়।
নতুন নকশায় মোবাইল পর্দায় আগের চেয়ে বেশি জায়গা নেবে সার্চ ফলাফল।
সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি বলেছে, নতুন নকশায় “রঙ আরও পরিকল্পনামাফিক” ব্যবহার করা হবে, যাতে মনযোগ না হারিয়ে গুরুত্বপূর্ণ তথ্যে আরও ভালোভাবে আলোকপাত করা যায়।
গুগল প্রকৌশলী আইলিন চেং বলেছেন, “আমরা আরও সহজ নকশার জন্য এক পদক্ষেপ পেছাচ্ছি, যাতে মানুষ যা খুঁজছেন তা আরও দ্রুত এবং সহজে পেতে পারেন। আমার কাছে এটি সত্যি সতেজ মনে হয়েছে।”
“আমরা চাই সার্চের ফলাফলগুলো যাতে উজ্জ্বল হয়, গ্রাহক নকশার বদলে তথ্যে নজর দিতে পারেন।”
এবারের নকশায় নিজস্ব কিছু ফন্টও ব্যবহার করেছে গুগল। ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড এবং জিমেইলসহ অন্যান্য পণ্যে এই ফন্টগুলো ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।