ক্যাটাগরি

নারায়ণগঞ্জে আগুনে ৪ জনের মৃত্যু: ২ তদন্ত কমিটি

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও পল্লী বিদুৎ সমিতি এসব কমিটি গঠন করে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা
জানিয়েছেন।

এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু
মামলা হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি
মহসিনুল কাদির।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে
পূর্বাচল উপশহরের ১১ সেক্টরের কুমারটেক এলাকায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির তার
ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে ওই এলাকার মাসুম মিয়ার বাড়িতে আগুন লেগে
তার পরিবারের চারজন নিহত হন।

পূর্বাচল ফায়ার সার্ভিসের স্টেশন
কর্মকর্তা উদ্দীপন ভক্ত জানান, এ ঘটনায়
শুক্রবার রাতেই ঢাকা বিভাগের ফায়ার
সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে
প্রধান করে
পাঁচ সদস্যবিশিষ্ট
তদন্ত কমিটি
গঠন করা
হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে।

এছাড়া পল্লী বিদ্যুতের
ঢাকা বিভাগের
পরিচালক খালেদা
পারভীনকে প্রধান
করে শুক্রবার রাতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা
হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের রূপগঞ্জের
ব্যবস্থাপক রফিকুল ইসলাম।

তারা পল্লী বিদ্যুতের কোনো অবহেলা
আছে কিনা
তা তদন্ত
করবে বলে তিনি জানান।

ওসি মহসিনুল কাদির
বলেন, চারজন
নিহত হওয়ার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি।
পরিবারের পক্ষ
থেকে কারও
বিরুদ্ধে অবহেলার
অভিযোগ দেওয়া
হলে সংশ্লিষ্ট
আইনে ব্যবস্থা
নেওয়া হবে।