ক্যাটাগরি

লন্ডনফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফের সাত দিন

বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সিদ্ধান্ত দ্রুততম সময়ে কার্য্কর করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটেও শনিবার সাত দিনের কোয়ারেন্টাইনের বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইন যেন বাংলাদেশে না ছড়িয়ে পড়ে সেজন্য গত বছরের ২৮ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওইদিন মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, লন্ডন ফ্লাইট চালু থাকবে। তবে লন্ডন থেকে আসা সবাইকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে কার্য্কর করে সরকার। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত ১৫ জানুয়ারি পর্যন্ত বলতব রাখা হয়।

১৩ জানুয়ারি আবার এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে চারদিন করে। চারদিন কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার পর ফল নেগেটিভ এলেই কেবল একজন যাত্রী হোম কোয়ারেন্টিনে যেতে পারবেন। আর ফল পজেটিভ এলে তাকে হাসপাতালে আইসোলেশনের পাঠানো হবে।

বর্তমানে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের পাশাপাশি যুক্তরাজ্যফেরত যাত্রীরা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে পারে।