ক্যাটাগরি

পিরোজপুরে ঘরে আগুন লেগে স্কুলশিক্ষিকা নিহত

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সিহাব হাসান
জানান, শনিবার ভোরে ভাণ্ডারিয়া
পূর্ব ভাণ্ডারিয়া গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজা আক্তার (৩৮) জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া গ্রামে র আব্দুল ওহাব হাওলাদারের মেয়ে। ভাণ্ডারিয়া শহরের খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেনের শিক্ষিক ছিলেন তিনি।

মাহফুজা তার বাবার বাড়িতে থেকে ওই বিদ্যালয়টিতে শিক্ষকতা করতেন।

এলাকাবাসী জানান, ভোরের দিকে তাদের কাঠের ঘরে আগুন লাগে। ঘরের দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকা মাহফুজা আটকা পড়েন। এলাকাবাসী
এগিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস
কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাহফুজা
পুড়ে মারা যান। ঘরটি পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। এ সময় পাশের আরেকটি ঘর আংশিক পুড়ে
যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিহাব বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার
আগেই ঘরে ঘুমিয়ে থাকা মাহফুজা আক্তার আগুনে পুড়ে মার যান।