ক্যাটাগরি

আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব

সেই সময়ের টিম ম্যানেজমেন্টসহ অনেককে বুঝিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নিজের জায়গা করে নিয়েছিলেন সাকিব। পরে অসাধারণ পারফর্ম করে প্রমাণ করেছিলেন তিনে নিজের যোগ্যতা ও সামর্থ্য।

কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর প্রথম সিরিজে প্রিয় পজিশন ফিরে পাননি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নানা যুক্তিতে তরুণ শান্তকে খেলানো হয় তিনে। সাকিব ব্যাট করেন চারে।

শান্তকে নিয়ে পরীক্ষা এই সিরিজে কাজে লাগেনি, তিন ম্যাচে তার রান মোট ৩৮। সাকিব প্রথম ম্যাচে ১৯ রানে ফিরলেও পরের ম্যাচে অপরাজিত থাকেন ৪৩ রান করে। শেষ ম্যাচে করেন ৫১। পাশাপাশি ৬ উইকেট নিয়ে ফেরার সিরিজেই তিনি ম্যান অব দা সিরিজ।

তার সাফল্য ও শান্তর ব্যর্থতা মিলিয়ে সিরিজ শেষে তার দিকে ছুটে গেল ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন। সাকিব বললেন, দলের চাওয়া পূরণেই নিজের পাওয়া হয়ে যায় তার।

“সবসময় যে আমার পছন্দমতো সবকিছু হতে হবে, ব্যাপারটা তেমন কিছু নয়। গুরুত্বপূর্ণ হলো, দলের প্রয়োজনে কোন কাজটা করতে পারছি। সেটা করতে পেরে আমি খুবই খুশি।”

সিরিজের শেষ দুই ম্যাচে রান পেলেও ব্যাট হাতে সাকিব সেরা ছন্দে ফিরেছেন বলে মনে হয়নি। এমনিতে তিনি যতটা সাবলীল থাকেন, এই সিরিজে ততটা চোখে পড়েনি। তিনি নিজে অবশ্য নিজের ব্যাটিংয়ে খুশিই।

“আমার কাছে মনে হয়নি (ব্যাটিংয়ে সমস্যা ছিল)। আমার মনে হয়েছে যে আমি যেভাবে ব্যাটিং করি, সেভাবেই করতে পেরেছি। নিজের কাছে খুব একটা কষ্ট মনে হয়নি। হ্যাঁ, প্রতিটি জিনিসের একটা কষ্ট তো আছেই। প্রতিদিন রান করা কঠিন, ধারাবাহিকভাবে রান করা কঠিন। তবে দুটি ম্যাচে বেশ ভালোই ব্যাটিং করতে পেরেছি আমার মনে হয়, সেদিক থেকে আমি খুশি।”