ক্যাটাগরি

বরগুনা পৌরসভা নির্বাচন: দু’দলের সংঘর্ষ, আহত ৬

মঙ্গলবার দুপুরে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আল-আমিন ও মিজানুর রহমান খোকনের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম জানিয়েছেন।   

আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভয় ভোট হওয়ার কথা রয়েছে।

আহতরা হলেন শাহ আলম (৫৫), বিদ্যা রানি (৪৫), রেনু বালা (৩৫), বিভা রানি (৩৩), বুলু রানি (৩৬) ও সীমা (৩২)। তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক শহীদুল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্রণে আনেন এবং আহতদের হাসপাতালে পাঠিয়েছেন।

তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।