ক্যাটাগরি

গাজীপুরে নিরাপদ আবাসনকেন্দ্রে তরুণীর ‘আত্মহত্যা’

বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার পর নাজমা আক্তার (২০) নামে এই তরুণী মারা যান।

নাজমা ময়মনসিংহের নান্দাইল থানার মুসুল্লি উত্তর কোনাপাড়া এলাকার মো. হারেছ মিয়ার মেয়ে।

পরিদর্শক মিজানুর কেন্দ্রের কর্মকর্তাদের বরাতে বলেন, নাজমা কেন্দ্রের দোতালায় ৩০৩ নম্বর কক্ষে ছিলেন। বেলা ১১টার দিকে সবাইকে প্রতিদিন নিচে নামানো হয়। কিন্তু মাথা ব্যথার কথা বলে নাজমা মঙ্গলবার নিচে নামেননি। বেলা সোয়া ১টার দিকে তাকে তার রুমের টয়লেটে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

কেন্দ্রের তত্বাবধায়ক মরিয়ম খানম বলেন, নাজমাকে গত ২২ ডিসেম্বর গাজীপুরের কোনাবাড়ী সমাজসেবা দপ্তর থেকে পাঠানো হয়।