ক্যাটাগরি

দিল্লিতে কৃষক বিক্ষোভ

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে একমাসের বেশি সময় ধরে বিক্ষোভ করা ভারতীয় কৃষকরা মঙ্গলবার পুলিশের বাধা ভেঙে দিল্লির লাল কেল্লায় ঢুকে পড়েন। রয়টার্সের ছবিতে দিনের সংঘাতের কিছু মুহূর্ত তুলে ধরা হলো।

  • ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী স্থাপনা লাল কেল্লার সামনে আন্দোলনরত কৃষকরা। এদিন ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করে ভারত।

  • পুলিশি বাধা ভেঙে দিল্লির লাল কেল্লা প্রাঙ্গনে কৃষকদের মিছিল ঢুকে পড়ার পর এক কৃষক কেল্লার মিনারে বিক্ষোভের পতাকা টাঙিয়ে দিচ্ছেন।

  • ভারতে একমাসের বেশি সময় ধরে চলা কৃষকদের শান্তিপূর্ণ বিক্ষোভ মঙ্গলবার সহিংস রূপ নেয়। দিল্লিতে ঢুকে পড়া কৃষকদের আটকাতে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করলে এক কৃষক তা কুড়িয়ে নিয়ে পুলিশের দিকে ছুড়ে মারছেন।

  • দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।

  • দিল্লির ঐতিহ্যবাহী লাল কেল্লার মূলভবনে বিক্ষোভরত কৃষকরা ঢুকে পড়লে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করছে।

  • দিল্লির লাল কেল্লার সামনে কৃষকদের বিক্ষোভে যোগ দেওয়া এক ব্যক্তি তলোয়ার উঁচিয়ে ধরেছেন।

  • দিল্লির লাল কেল্লার সামনে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় এক কৃষক মারা যান। কৃষকরা মৃতদেহটি ঘিরে রেখেছেন।

  • লাল কেল্লার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আহত এক বিক্ষোভকারীকে সরিয়ে নিয়ে যাচ্ছেন কৃষকরা।

  • শুধু বিক্ষোভকারীরাই নন, লাল কেল্লার সামনে কৃষক-পুলিশ সংঘর্ষের সময় পুলিশও আহত হন। এমন এক পুলিশকে সরিয়ে নিচ্ছেন তার সহকর্মীরা।

  • ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলে অংশ নেওয়ার আগে ব্যাঙ্গালুরুতে বিক্ষোভকারীদের একাংশ।