ক্যাটাগরি

তৌফিকা ফুডসের আইপিওর লটারি ফল প্রকাশ

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)
ওয়েবসাইটে লটারির ফলাফল
দেওয়া হয়েছে।

চলতি বছরের ৩ থেকে ৭ জানুয়ারি পর‌্যন্ত
লাভেলো ব্র্যান্ডের আইসক্রিমের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের
শেয়ারের আইপিওর আবেদন চলে।    

গত বছরের ১৫ অক্টোবর তৌফিকা ফুডস অ্যান্ড
এগ্রো ইন্ডাস্ট্রিজকে আইপিওর মাধ্যমে তিন কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি
টাকা মূলধন তোলার অনুমোদন দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা।

বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার পয়েছে
১০ টাকায়।

তৌফিকা ফুডস পুঁজিবাজারের মাধ্যমে সংগ্রহ
করা টাকায় যন্ত্রপাতি, ফ্রিজ, যানবাহন কিনবে, ডিপোতে বিনিয়োগ করবে। ব্যাংক থেকে নেওয়া
ঋণও শোধের পাশাপাশি আইপিওর খরচ মেটানো হবে এই অর্থে।

তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাসট্রিজ
প্রতিষ্ঠিত হয়েছে ২০১১ সালে। কাজ শুরু করেছে ২০১৬ সালের ২ জানুয়ারি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একরামুল
হক, চেয়ারম্যান শামিমা নার্গিস হক।

২০১৬ সালে কোম্পানিটি এক কোটি ৭৩ লাখ
টাকা লোকসান করেছে।

তবে ২০১৭ সালে ২৫ লাখ, ২০১৮ সালে চার
কোটি ২৫ লাখ এবং গতবছর ছয় কোটি ১৬ লাখ টাকা মুনাফা করেছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের ৩০ জুনের আর্থিক প্রতিবেদন
অনুযায়ী কোম্পানির ১৬২ কোটি ৭৮ লাখ টাকার সম্পদ আছে।