টঙ্গীতে বুধবার
ব্রাদার্স ও উত্তর বারিধারার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। তিনবার এগিয়ে যায় ব্রাদার্স। তিনবারই
সমতায় ফেরে উত্তর বারিধারা। এ ড্রয়ে পয়েন্টের খাতা খুলল দুই দল।
গোলশূন্য প্রথমার্ধের
পর ৬১তম মিনিটে শফিকুল ইসলাম শফির কোনাকুনি শটে এগিয়ে যায় আগের তিন লিগ ম্যাচ হেরে
আসা ব্রাদার্স। ৭৪তম মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা।
৮৫তম মিনিটে উজবেকিস্তানের
ডিফেন্ডার ফুরকাত জনের শটে ফের এগিয়ে যায় ব্রাদার্স। দুই মিনিট পর উজবেকিস্তানের আরেক
মিডফিল্ডার ইভজেনির গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা।
৮৮তম মিনিটে স্যামসন
ইলিয়াসুর গোলে জয়ের আশা জেগেছিল ব্রাদার্সের। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জুয়েল
মল্লিক লক্ষ্যভেদ করলে ড্রয়ে শেষ হয় ম্যাচ। পয়েন্ট পাওয়ার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে আগের
দুই ম্যাচ হেরে আসা উত্তর বারিধারা।
অন্য ম্যাচে বঙ্গবন্ধু
জাতীয় স্টেডিয়ামে গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জোবের হ্যাটট্রিকে আরামবাগ ক্রীড়া সংঘকে ৬-০
গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এ নিয়ে চলতি লিগে টানা তিন ম্যাচ জিতল
শফিকুল ইসলাম মানিকের দল।