নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় প্রতিযোগিতাটির শেষ আটে সেরি ‘বি’ দলটির মুখোমুখি হবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
চোটের কারণে আগে থেকেই ইউভেন্তুস দলে নেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। স্ট্রাইকার হিসেবে স্কোয়াডে আছেন কেবল আলভারো মোরাতা ও মাকো কসিমা দা গ্রাসা। করোনাভাইরাস থেকে সেরে উঠে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।
শেষ ষোলোর লড়াইয়ে জেনোয়াকে ৩-২ গোলে হারিয়ে ইউভেন্তুস ও সাস্সুয়োলোকে ২-০ ব্যবধানে হারিয়ে স্পাল শেষ আটে ওঠে। দুই দলের মধ্য জয়ী দলটি সেমি-ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে।