বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল সুহৃদ ইন্ডাস্ট্রিজ। কিন্তু সেই লভ্যাংশ এখনও বিতরণ করেনি প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ।
২০২০ সালের ২৬ মার্চ থেকে বন্ধ আছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা।
কোম্পানিটির শেয়ার দর বুধবার অপরিবর্তিত ছিল। মঙ্গলবার এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ২১ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল, বুধবারও তা ২১ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
২০১৭-১৮ অর্থবছরে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুনাফা করেছিল ২ কোটি ১২ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১০০ শেয়ারে ১০টি বোনাস শেয়ার ।
২০১৮-১৯ অর্থবছরে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মুনাফা করেছিল ৭ কোটি ৯২ লাখ টাকা। প্রতি শেয়ারে ১ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কিন্তু দেয়নি ।
পুঁজিবাজারে এ কোম্পানির ৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৭৫০টি শেয়ার আছে। এর মধ্যে ১২ দশমিক শূণ্য ১ শতাংশ আছে পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৮ দশমিক ৯৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৯ দশমিক শূণ্য ৪ শতাংশ শেয়ার আছে।
ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বর্তমান বাজার মূলধন ১২৪ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫৭ কোটি ৩৬ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১২ কোটি ৭০ লাখ টাকা।