নিহত গোপাল সূত্রধর (৩৫) একাত্তর
টিভির ভিডিও এডিটর ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর নগর ভদ্রগ্রামের স্থায়ী
বাসিন্দা।
বুধবার বিকেল ৫টার দিকে প্রগতি
সরণীর নদ্দা ফুট ওভারব্রিজের কাছে এঘটনা ঘটে গুলশান থানার ওসি আবুল হাসান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে তিনি বলেন, বাসটিকে আটক করা হয়েছে। চালক
ও হেল্পার পালিয়েছে। তাদের আটকের চেষ্টা হচ্ছে।
এঘটনায় এখনও কোনো মামলা
করা হয়নি বলে ওসি আবুল জানান।
একাত্তর টেলিভিশনের বার্তা
প্রধান শাকিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে
অফিস থেকে নিকুঞ্জের বাসায় ফেরার পথে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস গোপালের
মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে
বারিধারায় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে একাত্তর টেলিভিশনের কর্মীরা গোপালকে
পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের
চিকিৎসক জানান, দুর্ঘটনায় গোপালের শরীরের
নিম্নাংশ পিষ্ট হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
তার মরদেহ
পঙ্গু হাসপাতালে রাখা হয়েছে।
গোপাল ২০১৪ সাল থেকে
একাত্তর টিভিতে কর্মরত ছিলেন। এর আগে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাজ
করেন।