ক্যাটাগরি

কবুতর পোষার আড়ালে অস্ত্রের কারখানা

ডবলরমুরিং থানার পাঠানটুলি বংশাল রোডে বৃহস্পতিবার
গভীর রাতে অভিযান চালানো হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।

এ ঘটনায় মেহেরুন্নেসা (৩৯) নামের এক নারীকে
গ্রেপ্তারের কথা জানান তিনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহসিন বলেন,
“দুই তলা ভবনটি মেহেরুন্নেসাদের নিজস্ব। তার স্বামীর নাম নেজাম খান। তাদের বাড়ির ছাদে
কবুতর পালার একটি ঘর আছে। সেখানে তারা অস্ত্র তৈরি করেন বলে পুলিশ তথ্য পায়।

“সে তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান
চালিয়ে দুইটি এলজিসহ কিছু অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”

মেহেরুন্নেসার স্বামী নেজাম খান পালিয়ে গেছেন
জানিয়ে ওসি বলেন, সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।