সোমবার
বিকালে ওই যুবককে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।
ওই
যুবক (৪০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাসিন্দা।
মেডিকেল
কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মন্ডল বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই যুবক
হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে তাকে ভর্তি করা হয়।
“যুবকের
অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে। করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে তার রোগের কিছুটা মিল
রয়েছে। আইইডিসিআরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি আমরা।”
সাতক্ষীরা
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, ওই যুবককে আইসোলেশন
ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।