ক্যাটাগরি

৭২ বছরের মধ্যে নুমানের মতো অভিষেক হয়নি কারও

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি করাচি টেস্ট দিয়ে অভিষেক
নুমানের। প্রথম ইনিংসে তার শিকার ছিল ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে
শুক্রবার তিনি নাম লেখালেন ইতিহাসে।

পাকিস্তানের হয়ে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার
কীর্তি এখন নুমানেরই। সব দেশ মিলিয়ে গত ৭২ বছরে এমন কিছু দেখাতে পারেননি কেউ।

৩৪ বছর ১১১ দিন বয়সে (বয়সের রেকর্ডের ক্ষেত্রে বিবেচনায়
নেওয়া হয় ম্যাচের প্রথম দিন) ৫ উইকেট নিয়ে এই রেকর্ড গড়লেন নুমান। সবশেষ এই বয়সী
কারও অভিষেকে ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে ১৯৪৯ সালে, ইংল্যান্ডের বিপক্ষে নিউ
জিল্যান্ডের ফেন ক্রেসওয়েল নিয়েছিলেন ৩৪ বছর ১৪৪ দিন বয়সে।

পাকিস্তানের হয়ে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার
রেকর্ড এতদিন ছিল বিলাল আসিফের। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে এই কীর্তি
গড়েছিলেন তিনি ৩৩ বছর ১৩ দিন বয়সে।

অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড
ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের। ইংল্যান্ডের সাবেক এই লেগ স্পিনার ১৯৩৩ সালে
অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন ৩৭ রানে, দ্বিতীয় ইনিংসে
৬ উইকেট ৫৯ রানে। তার বয়স ছিল ৩৭ বছর ৩৩২ দিন।

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার হাইন্স জনসন অভিষেকে দুই
ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন ১৯৪৮ সালে, ৩৭ বছর ২৫৮ দিন বয়সে।