ক্যাটাগরি

সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের স্ত্রীর মৃত্যু

শুক্রবার
দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তার বয়স
হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তার বড়
ছেলে আহমেদ মাহমুদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে হাই কোর্ট
মাজার মসজিদে জুমআর নামাজ আদায় আদায়ের পরপর মসজিদে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে
অসুস্থ হয়ে পড়েন।

“পরে
দ্রুত তাকে প্রথমে মনোয়ারা হাসপাতালে এবং পরে বারডেম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা
তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।”

নুরন
নাহার কবিরের কফিন অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যায় সড়কপথে গ্রামের বাড়ি নওগাঁ নিয়ে
যাওয়া হচ্ছে। 

শনিবার
বাদ জোহর নওগাঁ মাঠে প্রথম এবং পরে বাদ আসর চর উজির গ্রামে সায়মুদ্দিন মেমোরিয়াল
একাডেমী মাঠে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।

নুরুর
নাহার বেগম বিভিন্ন এতিমখানা পরিচালনাসহ জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

আলমগীর
কবির বিএনপির জোট সরকারের আমলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।