ক্যাটাগরি

এইচএসসির ফল: ‘রিভিউ’ চাওয়ার সুযোগ থাকবে

শনিবার পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের
রিভিউয়ের সুযোগ দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক
এস এম আমিরুল ইসলাম জানিয়েছেন।

শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসির ফল ঘোষণা করা হবে। যারা আগেই রেজিস্ট্রেশন
করে রেখেছেন, তারা এসএমএসে ফল পাবেন। বেলা ১১টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও ফল আপলোড
করা হবে।

“ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন।
ফলাফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিস দেওয়া হবে। ফলে অসন্তুষ্ট হলে আবেদনের
সুযোগ দেওয়া হবে।”

১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯
জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার
কথা ছিল ১ এপ্রিল থেকে।

কিন্তু করোনাভাইস মহামারীর কারণে সেই পরীক্ষা
আর নেওয়া যায়নি। গত অক্টোবরে শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের
গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।

জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে
৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

এভাবে ফল প্রকাশের জন্য আইনও সংশোধন করা
হয়েছে। জাতীয় সংসদের অনুমোদনের পর গত সপ্তাহে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এরপর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত,
ঘোষণা ও সনদ বিতরণের জন্য শিক্ষা বোর্ডগুলোকে ক্ষমতা দেয় শিক্ষা মন্ত্রণালয়।