ক্যাটাগরি

মোসাদ্দেকের ব্যাটে রান

আবু ধাবি টি-টেন টুর্নামেন্টে বৃহস্পতিবার ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২৯ রানে হেরেছে মারাঠা। ১২০ রান তাড়ায় তারা থেমেছে ৯১ রানে।

দুর্দান্ত ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোসাদ্দেক। তার ২১ বলে ৪৪ রানের ইনিংসে তিনটি করে ছক্কা ও চার।

টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া গ্ল্যাডিয়েটর্সের সর্বোচ্চ রান করেন আনোয়ার আলি। ১২ বলে ৬ চার ও ২ ছক্কায় তার রান ৩৯।

এছাড়া প্রশান্ত গুপ্তার ১৬ বলে ৩৫ ও ইয়াসির কালিমের ১৬ বলে ২৮ রানের ইনিংসে বড় সংগ্রহ প্রায় গ্ল্যাডিয়েটর্স।

মারাঠার হয়ে দুর্দান্ত বোলিং করেন সোহাগ গাজি। এই অফ স্পিনার ২ ওভারে কেবল ১৫ রান দিয়ে নেন এক উইকেট। মুক্তার আলি ১ ওভারে ১৭ রান দিয়ে উইকেট শূন্য।