ক্যাটাগরি

ময়মনসিংহে পৌর নির্বাচনে সংঘর্ষ: দুই সাংবাদিক আহত

শনিবার বেলা পৌনে ১টার দিকে গৌরীপুরের শেখ লেবু স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনার সময় এনটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়।

আহতরা হলেন, এনটিভির ভিডিওগ্রাফার মাসুদ এবং একাত্তর টিভির ভিডিওগ্রাফার নুরুজামান।

গৌরীপুর সার্কেলের এএসপি সাখের হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি এবং নারিকেল গাছ প্রতীকের প্রার্থী সৈয়দ রফিকুল ইসলামের

কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে দুই সংবাদ কর্মী আহত হয়েছেন।

“এ সময় এনটিভির ক্যামেরা ভাংচুরের ঘটনা ঘটে।”

হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।