ক্যাটাগরি

করোনাভাইরাস আতঙ্ক: ফেনীতে জানাজা থেকে ‘ইমাম লাপাত্তা’

স্বজনরা বলছেন, হাসপাতাল থেকে ওই ব্যক্তির লাশ আনার পর প্রতিবেশীদের মধ্যে
আতঙ্ক তৈরি হয়। পরে বৃহস্পতিবার জানাজার সময় ইমাম লাপাত্তা হয়ে গেলে পাশের এলাকা থেকে
আরেকজনকে এনে জানাজা পড়াতে হয়।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার রাতে গোলাম কিবরিয়া চৌধুরী মিনার নামের ওই ব্যক্তির মৃত্যু হয়
বলে তার মামাতো ভাই ইমাম হোসেন শুভ জানান।

মিনার (৪৫) ফুলগাজী উপজেলার আনন্দপুর
ইউনিয়নের বন্দুয়া চৌধুরী বাড়ির কবির আহম্মদের ছেলে।

শুভ বলেন, মিনার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস
ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তার হালকা জ্বর আসে। বুধবার সকালে তাকে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তিনি মারা যান।

“মিনারের মরদেহ বাড়িতে আনা হলে
করোনাভাইরাস আতঙ্কে স্বজন ও পাড়া প্রতিবেশীরা তেমন কেউ এগিয়ে আসেনি। আজ জানাজার
নির্ধারিত সময় বাড়ির পাশের বন্দুয়া পূর্ব জামে মসজিদের ইমাম সাহেব পালিয়ে গেলেন।
পরে পাশের এলাকার একটি মসজিদের ইমামকে এনে জানাজা পড়ানো হয়েছে।”

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, “মিনার নামে ওই ব্যক্তি করোনাভাইরাসে
আক্রান্ত হয়ে মারা যাননি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে আমি জেনেছি।”