উপজেলার আলাদীপুর বাদচহেড়া গ্রামে শনিবার বিকালে শিশুটি নিহত হয় বলে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানিয়েছেন।
নিহত তাহুদা খাতুন (৪) ওই গ্রামের শাওন হোসেনের মেয়ে।
স্বজনরা জানান, বিকাল ৩টার দিকে তাহুদা বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। ইটভর্তি একটি ট্রলি যাওয়ার পথে তাহুদাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি তারেকুর রহমান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।