বোলিংয়ে সুবিধা করতে পারেননি মারাঠা অ্যারাবিয়ান্সের মোসাদ্দেক হোসেন। একটি করে উইকেট পেয়েছেন সোহাগ গাজী ও মুক্তার আলি।
১০ বলে দুই ছক্কা ও ১ চারে ২২ রান করেন আফিফ। ম্যাচে বোলিং পাননি এই অলরাউন্ডার।
আবু ধাবি টি-টেনে রোববারের প্রথম ম্যাচে ৬ উইকেটে জেতে বাংলা টাইগার্স। মারাঠার ১০৩ রান ১২ বল বাকি থাকতেই ছাড়িয়ে যায় তারা।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি মারাঠা। ৩০ বলে ৭ চার ও তিন ছক্কায় ৬১ রান করেন মোহাম্মদ হাফিজ। মন্থর ব্যাটিংয়ে ৩০ বলে ৩৪ রান করেন আরেক ওপেনার আব্দুল শাকুর।
তৃতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলা টাইগার্সের উদ্বোধনী জুটি ভাঙেন মুক্তার। এই পেসারের বলে কট বিহাইন্ড হয়ে থামেন জনসন চার্লস (১১ বলে ২৩)।
দুটি করে ছক্কা ও চারে ১৬ বলে ৩১ রান করা আরেক ওপেনারেকে বিদায় করেন অফ স্পিনার সোহাগ।
ফ্লেচারের সঙ্গে ৩০ ও চিরাগ সুরির সঙ্গে ২৮ রানের দুটি জুটিতে দলকে জয়ের দুয়রে নিয়ে যান আফিফ। বাকিটা সহজেই সারেন টম মুরস ও অ্যাডাম হস।
বোলিংয়ে সুবিধা করতে পারেননি মারাঠা অধিনায়ক মোসাদ্দেক। এক ওভারে দেন ২০ রান। মুক্তার ১৩ রানে নেন একটি। ১৭ রানে ১ উইকেট নেন সোহাগ।