শনিবার শহরের কেন্দ্রস্থলে বোমা হামলাটি চালানো হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আফ্রিনের দমকল বাহিনী জানিয়েছে।
স্থানীয় দমকল বাহিনী বলেছে, বোমা হামলায় শিশুসহ ছয় জন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে তুরস্কের মন্ত্রণালয়টি জানিয়েছে, শহরের একটি শিল্পাঞ্চলে বিস্ফোরিত বোমাটিতে ২২ জন আহত হয়েছেন। হামলার জন্য সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের দায়ী করেছে তারা।
তাৎক্ষণিকভাবে ওয়াইপিজির দিক থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তুরস্ক, ওয়াইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে। তুরস্কের কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের সঙ্গে ওয়াইপিজির মিত্রতা আছে বলে মনে করে তারা।
তুরস্কের সীমান্ত অঞ্চল থেকে ওয়াইপিজির যোদ্ধাদের সরিয়ে দিতে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে দেশটিতে অভিযান চালায় তুর্কি বাহিনী।
তারপর থেকে সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এই এলাকাগুলোতে বড় ধরনের সামরিক উপস্থিতি বজায় রেখেছে তুরস্ক। এসব অঞ্চলে হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে তারা।