প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শনিবার ইতিহাদ
স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে সিটি। টানা সাত জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের
চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জয়ী দলটি।
অধিকাংশ সময় বলের দখল নিয়ে খেলা সিটি এগিয়ে যায় প্রথম ভালো
সুযোগেই। ম্যাচের নবম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে জেসুসের উদ্দেশে ছোট ডি-বক্সে
বল বাড়ান ফেররান তরেস। বল নিয়ন্ত্রণে নিয়ে খুব কাছ থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
কাছ থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন গাব্রিয়েল জেসুস।
প্রথমার্ধে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।
বিরতির পর দ্বিতীয় মিনিটে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেড নেন ডিফেন্ডার রুবেন দিয়াস।
৭২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মিডফিল্ডার অলেকসান্দার
জিনচেঙ্কোর জোরালো উঁচু শট বামে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন শেফিল্ড গোলরক্ষক
অ্যারন।
৮৬তম মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ে নেওয়া জন ফ্লেকের
শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরা হয়নি সফরকারীদের। গত রাউন্ডে ম্যানচেস্টার
ইউনাইটেডকে হারিয়ে দেওয়া শেফিল্ড এটা ছাড়া উল্লেখ করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি।
অধিকাংশ সময় নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল তারা।
২০ ম্যাচে ১৩ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৪৪।