ক্যাটাগরি

পঞ্চম ধাপের পৌরভোটে ধানের শীষের প্রার্থী যারা

শনিবার দলের জ্যেষ্ঠ
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রার্থীদের নাম
জানানো হয়।

এরা হলেন- রংপুরের
হারাগাছে মোনায়েম হোসেন ফারুক, জয়পুরহাটে শামসুল হক, বগুড়ায় রেজাউল করিম বাদশা, চাঁপাইনবাবগঞ্জের
নাচোলে মোসাম্মাৎ মাসউদা অফরোজ হক (সূচি), রাজশাহীর চারঘাটে জাকিরুল ইসলাম, দূর্গাপুরে
জার্জিস হোসেন (সোহেল), ঝিনাইদহের মহেশপুরে আমিরুল ইসলাম খান, কালীগঞ্জে মহাবুবার রহমান,
যশোরেরে কেশবপুরে আব্দুস সামাদ বিশ্বাস, যশোরে মারুফুল ইসলাম, ভোলায় হারুন অর রশিদ
(টুম্যান), চরফ্যাশনে মোহাম্মদ হুমায়ুন কবির, জামালপুরের দেওয়ানগঞ্জে সাদেক আকতার নেওয়াজী,
ইসলামপুরে রেজাউল করিম ঢালী, মাদারগঞ্জে আব্দুল গফুর, জামালপুরে শাহ মো. ওয়ারেছ আলী
মামুন, ময়মনসিংহের নান্দাইলে এএফএম আজিজুল ইসলাম (পিকুল), কিশোরগঞ্জের ভৈরবে মো. শাহীন,
মানিকগঞ্জের সিংগাইরে খোরশেদ আলম ভুঁইয়া, মাদারীপুরের শিবচরে রফিকুল ইসলাম, মাদারীপুরে
জাহান্দার আলী মিয়া, হবিগঞ্জে এনামুল হক সেলিম, চাঁদপুরের মতলবে এনামুল হক বাদল. শাহরাস্তিতে
ফারুক হোসেন মিয়াজী, লক্ষীপুরের রায়পুরে এবিএম জিলানী, চট্টগ্রামের মীরসরাইয়ে নরু মোহাম্মদ,
বারইয়ারহাটে দিদারুল আলম মিয়াজী, রাউজানে মো. আবু জাফর চৌধুরী, রাঙ্গুনিয়ায় মো. হেলাল
উদ্দিন শাহ ও নীলফারামরীর সৈয়দপুরে মো. শওকত চৌধুরী।

এছাড়া তিনটি উপজেলা
পরিষদে চেয়ারম্যান পদে যথাক্রমে রাজশাহীর পবায় মামুনুর সরকার (জেড), ঝিনাইদহের শৈলকুপায়
হুমায়ুন বাবর, ফরিদপুরের মধুখালীতে গোলাম মনসুর (নান্নু) এবং পটুয়াখালীর কলাপাড়ায়
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নপ্রাপ্তদের গুলশানে
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে রোববার সকাল ১১টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগ,
বেলা ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল, দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের
দলীয় প্রত্যায়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।