শনিবার এক বিবৃতিতে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত রাজ্য তামাউলিপাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহত ওই চার জনের পরিবারের সহায়তায় তাদের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের সবাই নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
গুয়াতেমালার কিছু পরিবার জানিয়েছে, তামাউলিপাসে নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টারত তাদের প্রিয়জনরা রয়েছেন বলে আশঙ্কা তাদের।
প্রদেশটির কামারগো শহরে ওই লাশগুলো পাওয়া যায়। গুলি করে হত্যার পর লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে আততায়ীরা।
তামাউলিপাসের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে নিহতদের ১৬ জন পুরুষ, একজন নারী বলে ধারণা পাওয়া গেছে, বাকি দুই জনের লাশ অতিরিক্ত পুড়ে যাওয়ায় তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি।
নিহত নারী গুয়াতেমালার নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। মেক্সিকোর সরকারের কাছে এই হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ওই নারীর পরিবার।
কর্তৃপক্ষ নিহত অপর ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। মেক্সিকোর তামাউলিপাস রাজ্যটি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী।