ক্যাটাগরি

কারও মুখের দিকে চেয়ে দায়িত্ব পালন করব না: রেজাউল

রোববার দুপুরে চট্টগ্রাম
প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নতুন মেয়র হতে যাওয়া রেজাউল বলেন, আমি চট্টগ্রামবাসীর
সেবা করার জন্য মেয়র হয়েছি। আমার দেওয়া ইশতেহারে অবাস্তব কিছুই দিইনি। চট্টগ্রামের
উন্নয়নে পুরনো ধারাকে পরবির্তন করে নতুন ধারার সূচনা করতে চাই, সকলকে নিয়েই চট্টগ্রাম
শহর গড়তে চাই।”

স্বপ্নের সুন্দর ও
পরিকল্পিত চট্টগ্রাম শহর গড়ার জন্য সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতার দরকার উল্লেখ
করে তিনি বলেন, “চট্টগ্রাম আমাদের অবহেলায় বিপন্ন হতে বসেছে। সেজন্য পরিকল্পিতভাবে
কাজ করতে হবে। পরামর্শ দিয়ে, লেখনি দিয়ে চট্টগ্রামকে এগিয়ে নিতে হবে।”

চট্টগ্রাম মহানগর আওয়ামী
লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা
নিরসনে সিডিএর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দে কাজ চলছে। এটি শেষ হলে
জলাবদ্ধতা পরিস্থিতির আরও অনেক উন্নতি হবে।

জলাবদ্ধতা নিরসনে খাল
দখলমুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের পর খননের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন,
“কারও মুখের দিকে চেয় আমি দায়িত্ব পালন করব না। নগরীর উন্নয়নের জন্য কিছু কাজের সূচনা
করে যেতে চাই। পাঁচ বছরে হয়ত সব পারব না। কিন্তু সূচনা করে যাব।”

প্রতিটি ওয়ার্ডে খেলার
মাঠ তৈরির ব্যবস্থা নেবেন উল্লেখ করে রেজাউল বলেন, “অনেকে নগরীর সন্ত্রাসের জন্য কিশোর
গ্যাংয়ের ওপর দোষ দেন। নগরীতে সংস্কৃতি চর্চা বলতে কিছুই নেই। শিশু-কিশোররা খেলতে পারেন
না। সেজন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। সংস্কৃতি চর্চার জন্য নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি
উন্মুক্ত মঞ্চ করারও উদ্যোগ নেব।”

নিজে সবজান্তা নন উল্লেখ
করে সভায় তিনি বলেন, “আমি চেয়ারে বসে সব কাজ করতে পারব না। এজন্য সকলের সহযোগিতা দরকার।
সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ এগিয়ে নিতে হবে। ভুল হলে দেখিয়ে দেবেন। সমালোচনা অবশ্যই
করবেন, সাথে সমাধানও দেখিয়ে দেবেন।”

মতবিনিময় সভায় উপস্থিত
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “নাগরিক হিসেবে বলতে চাই চট্টগ্রাম
সিটি করপোরেশন স্থায়ী প্রতিষ্ঠান। গণমাধ্যমে সমালোচনা দেখব প্রতিষ্ঠানের সমালোচনা,
ব্যক্তির নয়। প্রতিষ্ঠানের সমালোচনা মানে ব্যক্তির সমালোচনা নয়। এটি সহ্য করার ক্ষমতা
সকলের থাকতে হবে।”

প্রতিষ্ঠানের সমালোচনা
তুলে না ধরলে সেটি নির্জিব হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, “আমরা শিক্ষা প্রতিষ্ঠান
নিয়ে নেতিবাচক সমালোচনা দেখি। এতে কাজের সুবিধা হয়। আমরা গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের
অনেক খবর পাই সংবাদপত্রে। এরপর সমস্যা সমাধানের উদ্যোগ নিতে পারি।”

চট্টগ্রাম প্রেস ক্লাব
সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর
আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ
ছালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বর্তমান সাধারণ সম্পাদক
চৌধুরী ফরিদ, সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।