এজন্য রোববার সকাল ১০টা থেকে তিন
ঘণ্টা সনি সিনেমা হলের সামনের সড়ক যান চলাচল বন্ধ থাকে বলে মিরপুর বিভাগের পুলিশের
অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা আফরোজ লাকী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি
বলেন, জিন্স ম্যানুফ্যাকচারিং নামের কারখানাটির পাঁচ শতাধিক শ্রমিক সড়কে অবস্থান
নেন। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর তারা কারখানার ভেতর অবস্থান নেয়।
“শ্রমিকরা অভিযোগ করেছেন, আগে থেকে
কিছু না জানিয়ে পাওনা পরিশোধ না করে মালিকপক্ষ কারখানা বন্ধ করে অন্যত্র চলে
যাচ্ছে। আমরা তাদের নিয়ে কারখানার মধ্যে বসেছি। মালিক-শ্রমিক
দুপক্ষের সাথে কথা বলছি।”
সড়ক অবরোধের কারণে সংলগ্ন এলাকায় বেশ
যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মিরপুর-১০, মিরপুর-১ ও রূপনগর এলাকার যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিলে যান চলাচল
স্বাভাবিক হয়ে আসে।
শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী
হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা এখান থেকে সরিয়ে হেমায়েতপুরে
নিজস্ব জায়গায় নিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য শ্রমিকরা বকেয়া বেতন ও আগাম ঈদের বোনাসের দাবিতে
রাস্তায় নামে।
“আমরা দুপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্ঠা
করছি। মালিক পক্ষ সকল নিয়ম কানুন মেনে শ্রমিকদের পাওনা দেওয়ার বিষয়ে আশ্বাস
দিয়েছে।”
এদিকে জিন্স ম্যানুফ্যাকচারিংয়ের শ্রমিকদের
আগে পাশে ফিউ ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করে। তারাও
এদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা চালায়।
এই কারখানা কোয়ালিটি ম্যানেজার রিপন
নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় পাঁচশ শ্রমিক এসে ইটপাটকেল ছুঁড়ে, প্রধান
গেইট ভাঙার চেষ্টা চালায়। এতে জানালার কাঁচ ও এসি ক্ষতিগ্রস্ত হয়েছে।