যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের উদ্দেশ্যে স্টোরি পোস্ট করেছে মেসেজিং সেবাটি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ভারতেও একই ধরনের একটি ক্যাম্পেইন চালাচ্ছে হোয়াটসঅ্যাপ।
স্টোরিতে হোয়াটসঅ্যাপ লিখেছে, “আমরা আপনার গোপনতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।” প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, “আগামীতে” স্ট্যাটাস মেসেজের মাধ্যমে আপডেট জানানো হবে। কারণ তাদের বিশ্বাস, গোপনতা নীতি পরিবর্তনকে কেন্দ্র করে “ভুল তথ্য ও বিভ্রান্তি” ছড়িয়ে পড়ছে।
এনগ্যাজেট বলছে, অনেক ব্যবহারকারীই মনে করছেন হোয়াটসঅ্যাপ ফেইসবুকের সঙ্গে মেসেজ এবং অন্যান্য কনটেন্ট শেয়ার করবে। কিন্তু সেবাটি জানিয়েছে, তারা এনক্রিপশনের কারণে মেসেজ পড়তে পারে না। শুধু নিজেদর চলমান অনুশীলনকে আরও স্বচ্ছ্ব করার চেষ্টা করা হয়েছে।
এরই মধ্যে অবশ্য যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। কোটি কোটি ব্যবহারকারী সিগনাল ও টেলিগ্রামের মতো চ্যাটিং অ্যাপে পাড়ি জমিয়েছেন।