ক্যাটাগরি

ইউক্রেইনের নিষেধাজ্ঞা, তবুও ডোনেৎস্কে ‘স্পুৎনিক টিকা পাঠাচ্ছে রাশিয়া’

রাশিয়ার সীমান্তবর্তী ডোনেৎস্কে কিয়েভের নিয়ন্ত্রণ নেই বললেই চলে; ২০১৪ সাল থেকে ওই এলাকায় মস্কো সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ও ইউক্রেইনের সেনাদের মধ্যে সংঘর্ষে ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেইন ফেব্রুয়ারি থেকে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন কোম্পানির বানানো কোভিড-১৯ টিকার ডোজ পাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা দেশের ভেতর রাশিয়ার ‘স্পুৎনিক’ ব্যবহারে নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছে।

রোববার বার্তা সংস্থা ডিএএনকে স্বঘোষিত ডোনেৎস্ক প্রজাতন্ত্রের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, রাশিয়ার সরবরাহ করা টিকার কারণে তারা খুব শিগগিরই তাদের এলাকায় টিকাদান কর্মসূচি শুরু করতে পারবেন।

“কয়েক হাজার ডোজ দিয়েছে তারা। এ ধরনের চালান নিয়মিতভাবে আসবে। আমরা রাশিয়ার কাছে কৃতজ্ঞ, কারণ তারা সব ক্ষেত্রেই আমাদের সহায়তা করছে,” বলেছেন পুশিলিন।

কারা এ টিকা ডোনেৎস্কে সরবরাহ করছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ার বাইরে স্পুৎনিক টিকা বাজারজাতকারী রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) শনিবার জানিয়েছিল, তারা ডোনেৎস্ক বা লুহানস্কে টিকা দিচ্ছে না।

পুশিলিন বলেছেন, ডোনেৎস্কে বিনামূল্যে যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তাদের মধ্যে প্রথমেই থাকবে স্বাস্থ্যকর্মী ও শিক্ষকরা। 

ডিএএনের প্রতিবেদনে নিয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেইন বা রাশিয়া সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।