সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক
নূরুল আলম মোহাম্মদ নিপু রোববার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সাজাপ্রাপ্ত তাজ উদ্দিন (৫৪) সদর উপজেলার ইব্রাহিমপুর
গ্রামের বাসিন্দা।
এছাড়া আদালত এ মামলার আরও ছয় আসামিকে বেকসুর
খালাস দিয়েছে।
রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি সোহেল আহমদ ছইল মিয়া মামলার
নথির বরাতে জানান, ২০১৩ সালের ৯ মে সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সামরান নামে এক
ব্যক্তিকে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাত করা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর
তিনি মারা যান।
পরদিন এ ঘটনায় নিহতের মা হাওয়ারুন নেছা সাতজনের
বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে
আদালতে অভিযোগপত্র দেয়।
রায়ে বাদীপক্ষ খুশি হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত
পিপি।