ক্যাটাগরি

রাশিয়ায় নাভালনি সমর্থকদের আরও বিক্ষোভ, হাজারের বেশি গ্রেপ্তার

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার সাইবেরিয়া, রাশিয়ার ফার ইস্ট অঞ্চল এবং রাজধানী মস্কোসহ অন্যান্য নগরীতে সড়কে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়।

তীব্র ঠান্ডা আর গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়েই নাভালনির সমর্থকরা এদিন বিক্ষোভ করেছেন। মস্কোয় জিএমটি ০৯:০০ তে ভারী তুষারপাতের মধ্যে বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে অন্তত ১০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, মস্কোয় বিক্ষোভকারীদের আটকাতে প্রশাসন থেকে নগরীর বিভিন্ন মেট্রো স্ট্রেশন বন্ধ করে চলাচল সীমিত করে দেওয়া হয়। এছাড়া, শহরের কেন্দ্রস্থলে অসংখ্য দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়। মাটির ওপর দিয়ে চলাচল করা যানবাহনও অন্যপথে ঘুরিয়ে দেওয়া খবর পাওয়া গেছে।

নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেই আটক হন নাভালনি। স্থগিত এক দণ্ডের নির্দেশনা অমান্য করার অপরাধে ১৭ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়, সেদিনই তিনি বার্লিন থেকে রাশিয়ায় ফিরেছিলেন।

রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, অর্থ আত্মসাতের এক মামলার স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল।

জার্মানি থেকে রাশিয়ায় ফিরে গ্রেপ্তার হওয়া নাভালনি তার ৩০ দিনের আটকাদেশকে ‘পুরোপুরি অবৈধ’ বলে অ্যাখ্যা দিয়েছেন। তিনি যে জার্মানিতে চিকিৎসাধীন ছিলেন, কর্তৃপক্ষ তা জানত বলেও ভাষ্য তার।

কারাগারে নেওয়ার আগে নাভালনি তার সমর্থকদের রাস্তায় বের হয়ে বিক্ষোভ করার আহ্বান জানান। পুলিশ সবরকমভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করছে। গত সপ্তাহান্তে বিক্ষোভের সময় নাভালনির চার হাজারের বেশি সমর্থককে আটক করে পুলিশ।

বিবিসি জানায়, নাভালনির সমর্থকদের ভিড়ে মস্কোর জেলখানা উপচে পড়ায় পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

রয়টার্স জানায়, ফার ইস্ট অঞ্চলের নগরী ভ্লাদিভস্তোকে রোববার ০২:০০ জিএমটিতে বিক্ষোভ শুরু হয়। সেখানে পুলিশ তাদের সিটি সেন্টারে প্রবেশে বাধা দেয় এবং মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাদের আমুর বে’র বেড়িবাঁধ এবং জমে বরফ হয়ে যাওয়া পানির উপর অবস্থান নিতে বাধ্য করে।

সেখানকার বিক্ষোভের ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের ‘পুতিন একজন চোর’ বলে স্লোগান দিতে দেখা যায়।  সাইবেরিয়ার তমস্ক নগরীতে বিক্ষোভকারীরা একটি কনসার্ট হলের সামনে জড় হয়ে ‘তাকে যেতে দিন’ বলে স্লোগান দেয়।

ওভিডি-ইনফো জানায়, পুলিশ এদিন ১,০০৯ জনকে আটক করেছে। তাদের মধ্যে ১০৮ জনকে ভ্লাদিভস্তোক থেকে আটক করা হয়।

ইভান নামে এক বিক্ষোভকারী বলেন, ‘‘আমি জীবনে এই প্রথম কোনও বিক্ষোভে অংশ নিচ্ছি। আমি প্রশাসনের সম্পূর্ণ বেআইনি কর্মকাণ্ডে একেবারেই হতাশ হয়ে পড়েছি।”

পুলিশ নাভালনির ঘনিষ্ঠ সহযোগীদের ধরে নিয়ে যাচ্ছে বা গৃহবন্দি করে রাখছে। নাভালনির ভাই ওলেগকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর আগে ইন্সটাগ্রামে এক পোস্টে নাভলনির স্ত্রী জানিয়েছিলেন, গত সপ্তাহান্তের বিক্ষোভের সময় পুলিশ তাকে আটক করেছিল। পরে ছেড়ে দেয়।

রোববার আরেক পোস্টে ইউলিয়া নাভালনি লেখেন, ‘‘যদি আমরা চুপ থাকি, তবে আগামীকাল তারা আমাদের যে কারও কাছে আসবে।”