বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ৩-১ গোলে জিতেছে পুলিশ এফসি। টানা দুই হারের পর উত্তর বারিধারার বিপক্ষে জিতেছিল তারা।
একাদশ মিনিটে এগিয়ে যায় পুলিশ এফসি। এমএস বাবলুর আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে টোকায় অনায়াসে জাল খুঁজে নেন বাল্লো ফামুসা। ২৩তম মিনিটে হেডে ব্রাদার্সকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড সিও জুনাপিও।
প্রথমার্ধের যোগ করা সময়ে মুরোলিমজন আখমেদভের কর্নারে গোলমুখে অরক্ষিত ল্যান্সিং তোরে প্লেসিং শটে পুলিশ এফসিকে ফের এগিয়ে নেন। ৭০তম মিনিটে কোত দি ভোয়ার ফরোয়ার্ড ফামুসার গোলে ম্যাচে চালকের আসনে বসে তারা।
টানা তিন হারের পর উত্তর বারিধারার বিপক্ষে ৩-৩ ড্রয়ে পয়েন্টের খাতা খুলেছিল ব্রাদার্স। মলিন পারফরম্যান্সে ফের পথ হারাল দলটি।
অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে প্রথম জয় তুলে নেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। চার ম্যাচে এটি উত্তর বারিধারার তৃতীয় হার।