ক্যাটাগরি

শুরু হচ্ছে ছোটদের অংকন ও ক্র্যাফট কর্মশালা

মনসিজের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী সাদিয়া শারমিন জানান, আসছে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করছে ‘চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার’ (ফোরসি) ও ‘এডওয়ার্ড এম কেনেডি সেন্টার’ (ইএমকে)।

‘খেলতে খেলতে শিশুর আর্ট ও ক্রাফট শেখা’ শিরোনামে এ কর্মশালায় অতিথি ও প্রশিক্ষক হিসেবে আছেন কার্টুনিস্ট ও ‘উন্মাদ’ সম্পাদক আহসান হাবীব, শিল্পী সাদিয়া শারমিন এবং চিকিৎসক শিল্পী জারিন তাসনিম।

কর্মশালা সম্পর্কে সাদিয়া বলেন, “শিশু-কিশোরদের চিন্তার দুনিয়া এখন কম্পিউটার গেইম ও কার্টুনের মধ্যে সীমাবদ্ধ। সামাজিক ও পারিবারিক অসচেতনতা ও ব্যস্ততার দায়ভারে দেশ সম্পর্কে শিশুদের ধ্যান-ধারণা খুবই ক্ষীণ। কিন্তু বাংলাদেশ ও বাংলা ভাষার ইতিহাস জানা জরুরি। আর এ জানা যদি আনন্দের সঙ্গে হয় তবে অর্জন হবে দীর্ঘস্থায়ী। খেলতে খেলতে শিশুদের ছবি আঁকাও হবে, সঙ্গে জানা হবে ইতিহাস।”

সাদিয়া জানান, জুম অনলাইনে প্রতিদিন রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিশুদের নির্বাচিত চিত্রকর্ম নিয়ে এক্সিবিশন হবে ‘ইএমকে সেন্টারের’ ভার্চুয়াল প্লাটফর্মে। ফেব্রুয়ারির ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে এ অনলাইন এক্সিবিশন।

১০ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪ থেকে ১৫ বছরের যে কোনো শিশু অংশ নিতে পারবে। অংশগ্রহণকারী শিশুরা পাবে ভার্চুয়াল সার্টিফিকেট, ভার্চুয়াল ম্যাগাজিনে নামসহ অংশগ্রণকারীর ছবি, তিন গ্রুপে (বয়স ৪-৭, ৮-১১, ১২-১৫) নির্বাচিত আর্টের এক্সিবিশন, তিন গ্রুপে ৯ জনকে পুরস্কার প্রদান এবং সেরা ১৫ জনের আঁকা ছবি পর্যায়ক্রমে সংবাদপত্রে প্রকাশ করা হবে। যোগাযোগ: ০১৯২৪-৯৮৪৪৪৬, ০১৯১২-০৩১৯৬৮

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!