ক্যাটাগরি

দিনাজপুরে ‘প্রতিবন্ধীর’ জমি রক্ষার দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রেসক্লাবের
সামনে মঙ্গলবার দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালনের পর ডিসির কাছে স্মারকলিপি দিয়েছে
পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা।

কর্মসূচিতে বক্তব্য দেন দিনাজপুর
উদীচীর সাবেক সভাপতি রেজাউর রহমান রেজু, পাটুয়াপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল
ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার আলী স্বপন ও ২ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু।

তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী
ছেলেটি ১ নম্বর ওয়ার্ডের পাটুয়াপড়ার বাসিন্দা। প্রায় ৩৬ বছর আগে তাকে রেখে তার মা আমিনা
খাতুন অন্যত্র বিয়ে করে চলে যান। কয়েক বছর আগে ফিরে এসে দৃষ্টিপ্রতিবন্ধী ছেলের
প্রায় ৩৭ শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন।

ওই জমি কিনে দখল করে
নিয়েছেন স্থানীয় গোলাপ হোসেন নামে এক ব্যক্তি।

আমিনা খাতুন বলেন, “আমার
ছেলের জমি আমি বিক্রি করেছি।”

এলাকাবাসী এর বিরোধিতা
করছেন।

রেজাউর রহমান বলেন, “পৈতৃক
এই সম্পত্তির উত্তরাধিকার এই ছেলে। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তার সম্পত্তি বিক্রি
করতে হলে অদালতের অনুমতি দরকার। অনুমতি ছাড়াই এই সম্পত্তি বিক্রি করে ছেলেকে
বঞ্চিত করছেন তার মা। আমরা চাচ্ছি ছেলেটা যেন বঞ্চিত না হয়।”

ডিসির কাছে দেওয়া
স্মারকলিপিতে ওই সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছে এলাকাবাসী।