ক্যাটাগরি

নবাবগঞ্জে বিধবা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার তেলেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন- ওই গ্রামের মৃত শেখ সুলতানের ছেলে মো. সাহেদ আলী (৫০) এবং বাহের খৈমদ্দিনের ছেলে বাহের মাতাব্বর (৪০)।

(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

ধর্ষিতা নারীর বরাত দিয়ে ওসি সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিধবা নারীকে একা পেয়ে গত সোমবার দুপুরে তেলেঙ্গা-কৈলাইল গ্রামের একটি বাগানের সামনের নির্জন স্থানে সাহেদ ও বাহের ধর্ষণ করে।

“সংবাদ পেয়ে আমি নিজে ফোর্স নিয়ে আজ দুপুরে তেলেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করেছি।”

ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারেও পাঠান ওসি।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারীর ছেলে বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা করেছেন।

এলাকাবাসী জানায়, বিধবা ওই নারী নদীতে খেয়া নৌকা পারাপার করে জীবিকা নির্বাহ করে।

তার উপর
চালানো নির্যাতনের সুষ্ঠু বিচারও চেয়েছেন এলাকাবাসী।